মার্কিন যুক্ত রাস্ট্রে দারিদ্র কোন পর্যায়ে গেছে

 ইউ এস এ নাম শুনলে আমরা সে দেশে যাওয়ার জন্য মরিয়া হয়ে আদাজল খেয়ে লাগি কিন্তু প্রকৃত পক্ষে সেদেশের অবস্থা কতটা ভালো মাঝে মধ্যে দু একটা সংবাদ দেখলে কিছুটা অনুধাবন করা যায় ,ওদের তুলনায় আমরা কতটা ভালো আছি ।সন্তানের শিক্ষাব্যয় বহন করতে পারেনা বলে বাবা মা তাদের নিজেদের অংগ বিক্রি করার বিজ্ঞাপন দিয়েছে ----একটি পেপার কাটিং যুক্ত করা হলো ।
যুক্তরাস্ট্রে একটি চাকরীর জন্য কয়েকদিন আগে থেকে (সিভি জমা দেয়ার )লাইনে দাড়াতে হয় ।

মন্তব্যসমূহ