নিরস্ত্র ফিলিস্তিনিদের উপরে ইজরাইলি নৃশংসতা অতীতের চেংগিশ ,হিটলার, মুসোলিনি,রিদোভান কারাদজিচ সব কসাইদের টপকে গিয়ে মানুষ নিধনে নতুন রেকর্ড হচ্চে কিন্তু বিশ্ব পরাশক্তি গুলো র কোন মাথা ব্যথা নেই ।আজকে বিশ্ব বিবেক বলতে কিছু নেই । সব কিছু ক্ষমতা কেন্দ্রিক ।যারযত ক্ষমতা বিশ্বটা তার দখলে । ফিলিস্তিনিদের ক্ষমতা ও নেই আর তাই নিজ দেশে ইজরাইলিদের নির্মম অত্যাচারের শিকার নিরহ নারি শিশু ও বৃদ্ধ ।
প্রকৃতি একদিন নিজেই প্রতিশোধ নিবে ।কারন এই নিরপরাধ শিশুরা ও বিশ্ব বিবেকের ঘুম ভাংগাতে পারেনি।
প্রকৃতি একদিন নিজেই প্রতিশোধ নিবে ।কারন এই নিরপরাধ শিশুরা ও বিশ্ব বিবেকের ঘুম ভাংগাতে পারেনি।



মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন